ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

বিনোদন

মেহজাবীন না মেহজাবী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, আগস্ট ৯, ২০২৫
মেহজাবীন না মেহজাবী?

দেশীয় শোবিজে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়! এছাড়াও পরিবারেও তাকে ‘মেহজাবীন’ বলে  ডাকা হয় না।

সম্প্রতি পডকাস্টে তিনি জানান, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।

এরপর মেহজাবীন চৌধুরী বলেন, শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী। ’

তবে তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন বলে জানান মেহজাবীন। এছাড়া বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন।

মেহজাবীনকে সর্বশেষ পর্দায দেখা গেছে গত বছর, শঙ্খ দাশগুপ্তর সিনেমা ‘প্রিয় মালতী’তে। তার অভিনীত আরেকটি সিনেমা ‘সাবা’ আছে মুক্তির অপেক্ষায়। চলতি বছরই দেশের হলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।