ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

বিনোদন

ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন আরও ক্যারিশম্যাটিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, আগস্ট ১০, ২০২৫
ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন আরও ক্যারিশম্যাটিক তাসনিয়া ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন।

বাংলা সিনেমা পাশাপশি কলকাতা বাংলা সিনেমায় হয়েছে অভিষেক।

সাবলীল অভিনয় আর মিষ্টি হাসির অভিনেত্রী হিসেবেই পরিচিত ফারিণ। তার সাদামাটা সাজ, সাধারণ পোশাক আর ন্যাচারাল লুক বরাবরই দর্শকদের পছন্দের তালিকায়। তবে পশ্চিমা পোশাকেও কম যান না শোবিজের এই প্রিয় মুখ।

ওয়েস্টার্ন আউটফিটে ধরা দিলেই যেন অন্য রকম মোহ ছড়িয়ে দেন তিনি। যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল! সামাজিকমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ওয়েস্টার্ন আউটফিটে তাসনিয়া ফারিণ যেন আরও বোল্ড আর ক্যারিশম্যাটিক। জানা যায়, ছবিগুলো তুলেছেন শোবিজের পরিচিত ফটোগ্রাফার রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)।

ছবিতে কালোতে সেজে যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল ফারিণ। সিকুইন সজ্জিত ক্রপ টপের সঙ্গে হাইওয়েস্ট বটম জুটি হয়েছে।  সিকুইনের ঝলমলে শ্রাগটি একপাশে স্টাইল করে নিয়েছেন তিনি, যা পুরো লুকে টুইস্ট যোগ করেছে। কানে দুলছে সাদা পাথরের ঝুলন্ত দুল, খোলা চুলে মাথার ওপরে কালো চশমা। আর সফট গ্ল্যাম মেকআপে তার লুক হয়েছে সম্পূর্ণ।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় ফারিণের। ছোট পর্দা পেরিয়ে এ পর্যন্ত ৩ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এরপর মুক্তি পায় তার সিনেমা ‘ফাতিমা’। সবশেষে গত ঈদে মুক্তি পায় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।