অভিনয় করা অনেকেরই স্বপ্ন। কিন্তু সবার পক্ষে যা সম্ভব হয় না।
১৯৮৭ সালে ভারতের কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণকারী সামান্থার আসল নাম যশোদা। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। তার শৈশব কেটেছে চেন্নাইতে, যেখানে তিনি তার স্কুলজীবন শেষ করেছেন।
দ্বাদশ শ্রেণীর পর তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এর ফলে তার উচ্চ শিক্ষার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। শিক্ষার খরচ মেটাতে মডেলিংয়ে একটি খণ্ডকালীন চাকরি শুরু করেন। এই সিদ্ধান্তটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
মডেলিং চলাকালীন, আলোকচিত্রী এবং চলচ্চিত্র পরিচালক রবি বর্মণ সামান্থার প্রতিভা বুঝতে পেরেছিলেন। তিনিই ‘মস্কোভিন কাবেরী’ সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছিলেন বর্তমান সময়ের তুমুল আলোচিত এই অভিনেত্রীকে।
তবে এই সিনেমার আগে গৌতম মেনন পরিচালিত তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’ মুক্তি পায়। এটি ছিল তামিল ‘ভিন্নাইথান্দি ভারুভায়া’র তেলেগু সংস্করণ। এরপর সামান্থা অভিনীত ‘ধুকুডু’ (২০১১), ‘সীথাম্মা ভাকিটলো সিরিমাল্লে চেট্টু’ (২০১২), ‘আত্তারিন্টিকি দারেদি’ (২০১৩), ‘কাঠ্ঠি’ (২০১৪), ‘থেরি’ (২০১৬), ‘২৪’ (২০১৬),‘মেরসালম’ (২০১২) বক্স অফিসে সফল হয়েছিল।
এই অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে ওটিটি। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মাধ্যমে ২০২১ সালে ওটিটিতে অভিষেক হয় তার। এতে ‘রাজি’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি।
২০১৭ সালে প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। কিন্তু ২০২১ সালেই তাদের বিচ্ছেদ ঘটে। ২০০ কোটি টাকার ভরণপোষণের দাবি ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে, তবে পরে এসব গুজব বলে উড়িয়ে দেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ রয়েছে সামান্থার। এতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, বর্তমানে তার সম্পদের মূল্য প্রায় ১০১ কোটি টাকা বলে অনুমান করা হয়।
এনএটি