ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

বিনোদন

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, আগস্ট ১০, ২০২৫
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান রাজ্যের জন্মদিন রোববার (১০ আগস্ট)। শনিবার দিবাগত রাত ঠিক ১২টায় ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরী।

ফেসবুক পোস্টে পরী লেখেন, ‘১০/০৮/২০২৫! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ’

লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি আরও বলেন, ‘শুভ জন্মদিন বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ। ’

পরীমণির ছেলের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট পরীমণি ও শরিফুল রাজের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে এই তারকা দম্পতির বিচ্ছেদের পর থেকে মা পরীর সঙ্গেই থাকছে রাজ্য। একটি মেয়েও দত্তক নিয়েছেন চিত্রনায়িকা। বর্তমানে এক ছেলে-এক মেয়েকে নিয়েই পরীর সংসার।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।