ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

বিনোদন

পোস্টার প্রকাশের সঙ্গেই জানা গেল ‘বর্ডার ২’ মুক্তির সময়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, আগস্ট ১৫, ২০২৫
পোস্টার প্রকাশের সঙ্গেই জানা গেল ‘বর্ডার ২’ মুক্তির সময়

আরও একবার গর্জে উঠল ‘বর্ডার’! যুদ্ধক্ষেত্রে টিম নিয়ে হাজির মেজর ‘কুলদীপ সিং’ অর্থাৎ সানি দেওল। ২৭ বছর পর ভারতের স্বাধীনতা দিবসেই দেশপ্রেম উসকে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর পোস্টার।

১৯৯৭ সালের কালজয়ী সিনেমার সিক্যুয়েল এটি।

পোস্টার সেনাদের পোশাকে সানির হাতে দেখা গেল মেশিন গান। শুক্রবার সিক্যুয়েলের প্রথম পোস্টার মুক্তির সঙ্গেই নস্ট্যালজিয়ার বয়ে যায় অনুরাগীদের মধ্যে। পোস্টারেই হুঙ্কার, ‘আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব আমরা’।  

‘বর্ডার ২’ সিনেমা পরিচালনা করছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেঠিসহ একঝাঁক বলিউড তারকাকে। মেগাবাজেট এই সিনেমাতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও থাকছেন।

বলিউড মাধ্যম সূত্রের খবর, এবার ১৯৭১ সালের ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপটের এই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে। প্রথম পোস্টারের পাশাপাশি মুক্তির দিনক্ষণও প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ২০২৬ সালের ২২ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

জানা গেছে, এবারে অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে ব্লকবাস্টার গান ‘সন্দেশে আতে হ্যায়’ শোনা যাবে। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন। সঙ্গে টানটান গল্প আর আবেগ।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।