ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

৮ বছর কাজ না পেয়ে কোন পদক্ষেপ নিয়েছিলেন সুস্মিতা‍?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, আগস্ট ১৯, ২০২৫
৮ বছর কাজ না পেয়ে কোন পদক্ষেপ নিয়েছিলেন সুস্মিতা‍?

বিশ্বসুন্দরীর খেতাব জয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। শাহরুখ খান থেকে সালমান খানের সঙ্গে একাধিক হিট সিনেমাতে অভিনয় করেছেন।

তার অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসিত। তবুও প্রায় আট বছর নাকি কোনও কাজের প্রস্তাব পাননি সুস্মিতা।

সম্প্রতি ভাইরাল হওয়া ২০২৩ সালের মিড ডে ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুস্মিতা অকপটে বিষয়টি স্বীকার করেছিলেন। এ অবস্থায় একটা সময়ে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, যেমন ‘নেটফ্লিক্স’, ‘প্রাইম’, ‘হটস্টার’-এ নিজে থেকেই ফোন করে কাজ চাইতেন অভিনেত্রী। তবে বর্তমানে তিনি ডিজিটাল জগতেও রাজত্ব করছেন।

ক্যামেরার সামনে গ্ল্যামারের মুখোশ সরিয়ে, সুস্মিতা শেয়ার করেন তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা। যে সময় তার ধৈর্য, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের চরম পরীক্ষা হয়েছিল।

ভাইরাল হওয়া ভিডিওটিতে সুস্মিতা সেন বলেন, আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, আগে ছিলাম। আর আমি ফিরে এসে আবার কাজ করতে চাই। আমাকে সাহায্য করতে হবে, কারণ আমি ৮ বছর কোনও কাজ করিনি, এটা খুবই দীর্ঘ সময়।

তিনি আরও যোগ করেন, সেই ৮ বছরের নীরবতায় কোনও নির্মাতা বা প্ল্যাটফর্ম তার কাছে আসেনি। সুস্মিতার দাবি, ‘আমি নিজে মানুষকে ফোন করে কাজ চেয়েছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের কতটা প্রয়োজন, কতটা খিদে রয়েছে, আমি কাজ করতে চাই, আমি কাজ চাইছি। ’

এরপর তিনি ‘আরিয়া’র মতো সিরিজের মাধ্যমে ওটিটিতে প্রত্যাবর্তন করেন। এই সিরিজে সুস্মিতার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। তিনি প্রমাণ করেন, একজন সত্যিকারের শিল্পী কখনও হারিয়ে যান না, শুধু সময়ের অপেক্ষায় থাকেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।