ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

শুধু অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি: শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, আগস্ট ২১, ২০২৫
শুধু অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি: শাকিব খান

নায়করাজ রাজ্জাককে হারানোর ৮ বছর আজ (২১ আগস্ট)। ২০১৭ সালের এদিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

শোকাবহ দিনটিতে তাকে শ্রদ্ধা জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে নায়করাজকে স্মরণ করে তিনি। দেশ সেরা এই নায়ক বলেন, আপনাকে (নায়করাজ রাজ্জাক) গভীরভাবে অনুভব করি প্রতি পদে-পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়।

সবশেষে তিনি বলেন, আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।

বলা দরকার, নায়করাজ রাজ্জাকের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘১ টাকার বউ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান।

উল্লেখ্য, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন রাজ্জাক। নায়করাজ নামে পরিচিত হলেও তার পরিবারিক নাম আবদুর রাজ্জাক। ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) চলে আসেন তিনি।  

রাজ্জাকের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ হয় জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে। তারপর থেকে একাধারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন তিনি।

দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নায়করাজ ২০১৫ সালে ‘স্বাধীনতা পদক’ পুরস্কারে ভূষিত হন। শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মোট পাঁচবার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার পান ২০১৩ সালে। এছাড়াও বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।