ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

বলিউডে পা রেখেই এনসিবিকে খোঁচা দিলেন শাহরুখপুত্র!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, আগস্ট ২১, ২০২৫
বলিউডে পা রেখেই এনসিবিকে খোঁচা দিলেন শাহরুখপুত্র!

প্রথম কাজেই এনসিবি-কে (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো) খোঁচা দিলেন বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান! তার পরিচালনায় তৈরি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দ্বিতীয় ঝলক প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জল্পনা। একটি সংলাপকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

২০২১ সালের ৩ অক্টোবর শাহরুখ-পুত্র আরিয়ানকে গ্রেপ্তার করেছিল এনসিবি। একটি ক্রুজ পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। ২৫ দিন কারাগারে থাকার পরে ছাড়া পেয়েছিলেন তিনি।

২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন আরিয়ান। সেই ঘটনার জন্যই কি সিরিজের ঝলকের শেষে রাখা হল এক বিশেষ সংলাপ?

সিরিজের প্রিভিউর সেই দৃশ্যে দেখা যাচ্ছে, কারাগার থেকে বেরিয়ে আসছেন সিরিজের অভিনেতা লক্ষ্য। তাকে দেখে এক পুলিশকর্মী বলেন, চিন্তা করো না। ভিতরে থাকলে লোকজন আরও বেশি বিখ্যাত হয়ে যায়।

এই সংলাপ শুনেই অনেকের বক্তব্য, এনসিবিকেই খোঁচা দিয়েছেন পরিচালক আরিয়ান খান। বুধবার (২০ আগস্ট) এই সিরিজের দ্বিতীয় ঝলক প্রকাশ্যে এসেছে।

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিভিউ অনুষ্ঠানের মঞ্চে এই দিন আরিয়ানের পাশে ছিলেন বাবা শাহরুখ খান ও মা গৌরী খান। মঞ্চে নিজের ছেলেকে নিয়ে শাহরুখ বলেন, এই দেশ আমাকে ৩০ বছর ধরে বিনোদন দেওয়ার সুযোগ করে দিয়েছে। আজ আমার জন্য একটি বিশেষ দিন, কারণ আমার ছেলে প্রথমবারের মতো এই জগতে পা রাখছে। সে খুব ভালো ছেলে, পরিশ্রমীও বটে। আমরা তাকে শুধু দুইটি শিক্ষা দিয়েছি- বক্স অফিস সাফল্য নিশ্চিত নয়, সমালোচকদের প্রশংসাও নিশ্চিত নয়। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, অনুগ্রহ করে তাকে তার থেকেও ১০, ২০, ৩০… এমনকি ১৫০ শতাংশ ভালোবাসা দিন।

সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান। সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই হইহই পড়ে গিয়েছিল সমাজিকমাধ্যমে। অনুরাগীরা দাবি করেছিলেন, আরিয়ানের মধ্যে শাহরুখের ছায়া দেখা যাচ্ছে।

‘দ্য ব্যাডস অব বলিউড’ নামের সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিংহ। নতুন ঝলকে সালমান খান, করণ জোহর ও রণবীর সিংহকেও দেখা গেছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।