নাটকে নিয়মতি কাজ না করলেও সামাজিকমাধ্যমে বেশ সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বাজে মন্তব্যের শিকার হন তিনি।
সাধারণত তিনি মন্তব্যের জবাব না দিলেও, এবার একটি মন্তব্যের কঠোর জবাব দিতে বাধ্য হয়েছেন। প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন অনেকেই।
মহিউদ্দিন আল কাদেরী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রভার পুরনো ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে একটি নেতিবাচক মন্তব্য করা হয়। প্রভা যার জবাব দেন এভাবে- হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।
২৫ আগস্ট প্রভা নারীদের নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি নারীদের নীরব সংগ্রাম, শক্তি এবং সাহসের প্রশংসা করেছেন। তার কথায়, তারা এমন সংগ্রামের মুখোমুখি হয় যা কেউ দেখে না। তারা নীরবে বোঝা বহন করে, প্রায়শই অন্যের সুখকে নিজের সুখের আগে রাখে। তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, ক্লান্ত বা ভেঙে পড়ে, তবুও হাসিমুখে হাজির হয়।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে এই অভিনেত্রী স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।
এনএটি