ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

কী শর্ত পূরণ করলেই বিয়েতে রাজি সুস্মিতা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, আগস্ট ২৯, ২০২৫
কী শর্ত পূরণ করলেই বিয়েতে রাজি সুস্মিতা? সুস্মিতা সেন

কখনো নিজের চেয়ে কম বয়সী ছেলে, কখনো বয়স্ক পুরুষের সঙ্গে, প্রেম থেকে একান্ত সময় কাটানো কিংবা আবার পুরনো প্রেমিকের কাছে ফিরে যাওয়া- সব কিছু নিয়েই খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বিশ্ব সুন্দরী হয়েও নাকি মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না তিনি! 

৪৯ বছর বয়সেও প্রেম, বিয়ে নিতে এই নায়িকার মন টালমাটাল।

তবে এবার সুস্মিতা ঠিক করেই ফেললেন, বিয়ে করবেন। তবে পাত্রের কাছে শর্ত রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন তিনি।  

সুস্মিতা সেন বলেন, আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবে, সেদিন বিয়ে করব।

এ বিষয়ে ‘ম্যায় হুঁ না’ খ্যাত নায়িকা আরও বলেন, শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।

সুস্মিতার জীবনে একাধিক প্রেম এসেছে। অভিনেতা রণদীপ হুদা, রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, এরপর পরিচালক বিক্রম ভাটের সঙ্গে এই অভিনেত্রীর নাম জড়িয়েছে। সম্প্রতি নাম জুড়েছিল ললিত মোদির সঙ্গেও। তবে এই মুহূর্তে মোটেই একা নন সুস্মিতা। তার কম বয়সী পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।