ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

জাহ্নবী নাকি সিদ্ধার্থ, ‘পরম সুন্দরী’তে কার পারিশ্রমিক বেশি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, আগস্ট ৩০, ২০২৫
জাহ্নবী নাকি সিদ্ধার্থ, ‘পরম সুন্দরী’তে কার পারিশ্রমিক বেশি?

জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। শুক্রবার (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে এটি।

প্রায় ৪৫ কোটি টাকার বাজেটে সিনেমাটি নির্মাণ করেছেন তুষার জালোটা। মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘পরম সুন্দরী’।  

সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্রা। এতে তিনি উত্তর ভারতীয় যুবক ‘পরম’-এর চরিত্রে অভিনয় করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সিনেমার জন্য ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।  

এদিকে দক্ষিণ ভারতীয় মেয়ে ‘সুন্দরী’র চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সিদ্ধার্থের সঙ্গে তার রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এই সিনেমার জন্য অভিনেত্রী ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর।

সিদ্ধার্থ ও জাহ্নবী ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। খবর অনুযায়ী, তিনি ৫০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

‘পরম সুন্দরী’ সিনেমায় সাপোর্টিং চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন মনজোত সিং। তিনি নাকি পেয়েছেন ২৫ লাখ টাকা পারিশ্রমিক। সিনেমাটির আরেক চরিত্রে অভিনয় করা রেঞ্জি পনিক্কর পেয়েছেন ২৫-৩০ লাখ টাকা।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।