জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। শুক্রবার (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে এটি।
সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্রা। এতে তিনি উত্তর ভারতীয় যুবক ‘পরম’-এর চরিত্রে অভিনয় করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সিনেমার জন্য ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।
এদিকে দক্ষিণ ভারতীয় মেয়ে ‘সুন্দরী’র চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সিদ্ধার্থের সঙ্গে তার রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এই সিনেমার জন্য অভিনেত্রী ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর।
সিদ্ধার্থ ও জাহ্নবী ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। খবর অনুযায়ী, তিনি ৫০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।
‘পরম সুন্দরী’ সিনেমায় সাপোর্টিং চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন মনজোত সিং। তিনি নাকি পেয়েছেন ২৫ লাখ টাকা পারিশ্রমিক। সিনেমাটির আরেক চরিত্রে অভিনয় করা রেঞ্জি পনিক্কর পেয়েছেন ২৫-৩০ লাখ টাকা।
এনএটি