ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

রোমান্স থেকে অ্যাকশনে ভরা ‘বাগি ৪’-এর ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, আগস্ট ৩০, ২০২৫
রোমান্স থেকে অ্যাকশনে ভরা ‘বাগি ৪’-এর ট্রেলার

বহুল প্রতিক্ষীত ‘বাগি ৪’ সিনেমার টিজার দেখার পর অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করেছিলেন ট্রেলার মুক্তির জন্য। কয়েক সেকেন্ডের টিজারেই বোঝা গিয়েছিল, সিনেমাতে দেখা যাবে ভরপুর অ্যাকশন।

তবে ট্রেলার যে এতটা মারাত্মক হতে পারে, তা হয়তো ভাবতে পারেননি কেউ।

শনিবার (৩০ আগস্ট) মুক্তি পেয়েছে ‘বাগি ৪’র ট্রেলার। ৩ মিনিট ৪১ সেকেন্ড দৈঘ্যের ট্রেলারে কখনও হাতে দৈত্যকার ‘বুচার নাইফ’, কখনও আবার দা-কুড়াল, টাইগারের অস্ত্র হিসেবে বাদ গেল না কিছুই! ঠোঁটে ধরা কখনও লোহার রড আবার কখনও বা সিগারেট। ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। শত্রুর রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার।

‘বাগি ৪’র ট্রেলারে ভয়ংকর হিংস্রতার ঝলক দেখালেন টাইগার। তাতেই বলিউড থেকে সামাজিকমাধ্যম জুড়ে একটাই কথা, ‘এই সিনেমা তো অ্যানিম্যালকেও হার মানাবে। ’

সিনেমায় সঞ্জয় দত্তের বিপরীতে দেখা যাবে টাইগার শ্রফকে। এই গল্পের ভিলেন সঞ্জয় দত্ত। আচমকাই টাইগারের প্রেমিকার উধাও হয়ে যাওয়ার নেপথ্যে তিনি। এমন প্লটকে কেন্দ্র করেই এগিয়েছে ‘বাগি ৪’র গল্প। ট্রেলারের ঝলকে তেমন আভাসই পাওয়া গেল।

ট্রেলারে সোনম বাজওয়া থেকে হরনাজ সাধু প্রত্যেকেই নজর কাড়লেন রক্তাক্ত চেহারায়। প্রেম-প্রতিশোধ, রোমান্স থেকে অ্যাকশন, বিনোদনের সব উপকরণই থাকছে ‘বাগি ৪’-এ তেমনটাই আঁচ করা গেল।

‘বাগি’র চতুর্থ ফ্র্যাঞ্চাইজির ট্রেলার দেখে দর্শকদের মত, ‘এই সিনেমা তো অ্যাকশন, রক্তারক্তি, হিংস্রতার হিসেবে অ্যানিম্যালকেও ছাপিয়ে যাবে। ’ একাংশ আবার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সে ‘অ্যানিম্যাল’র সঙ্গে মিলও খুঁজে পেয়েছে।

ট্রেলার দেখে আবার অনেকে রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন। কারও মতে আবার, ‘প্রচেষ্টা ভালোই, তবে রণবীরই আসল গুরু! ওকে টপকানো দায়। ’ 

তবে ‘বাগি ৪’ সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী টাইগার শ্রফ। দুর্ভাগ্যবশত তার আগের সিনেমাগুলো বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। আগামী ৫ সেপ্টেম্বর এই সিনেমাটি মুক্তির পর ব্যর্থতার সেই ভাটা কিছুটা কমবে বলে মনে করছেন অভিনেতা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।