ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘চোরের নীতিকথায় মারহাবা বলা মানুষকে দেখে অসহায় লাগে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, আগস্ট ৩১, ২০২৫
‘চোরের নীতিকথায় মারহাবা বলা মানুষকে দেখে অসহায় লাগে’ মাসুমা রহমান নাবিলা

শোবিজ তারকাদের অনেকেই যেখানে নিয়মিত সরব থাকেন সামাজিকমাধ্যমে সেখানে উল্টো পথেই চলেন মাসুমা রহমান নাবিলা। শুধুমাত্র  গুরুত্বপূর্ণ কোন ঘটনা কিংবা কাজের ছবিই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

সমসাময়িক বিষয়ে কথা বললেও এবার ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী লিখলেন, ‘চোরের নীতিকথায় মারহাবা বলা মানুষকে দেখে অসহায় লাগে। ’ 

ফেসবুক স্ট্যাটাসে নাবিলা লেখেন, ‘যে চোর সে যখন নীতিকথা বলে, আর তার ভণ্ডামিতে মগজ ধোলাই হওয়া মানুষগুলো যখন মারহাবা মারহাবা করে তখন নিজেকে খুব অসহায় লাগে। ’

এর কারণ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, কারণ, তার ভণ্ডামির কথা কেউ জানাতে পারছে না। সমাজের এক অদ্ভুত শেকলে আমরা বাঁধা আর আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সেই সকল চোর আর সৃজনশীল ভণ্ড একের পর এক তার ভণ্ডামি চালিয়ে যায়। ’

এদিকে নাবিলা এখন ব্যস্ত রয়েছেন তার অভিনীত মুক্তি প্রতিক্ষীত ওয়েব সিরিজ ‘আকা’র প্রচারণা নিয়ে। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে নাবিলার বিপরীতে আছেন আফরান নিশো। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে এটি।  

জানা যায়, এই সিরিজে মেঘা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। এই সিরিজে নিজের অভিনয়ে নতুনত্ব আনতে নাবিলা তার কথা বলার ধরনে পরিবর্তন এনেছেন। যা অনেকেই নোটিশ করেছেন এবং প্রশংসাও করেছেন।

সিরিজটি নিয়ে নাবিলার ভাষ্য, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। সত্যিই আশা করি দর্শক শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে। ’

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।