ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

আপত্তিকর স্পর্শ, সেই অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন পবন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, আগস্ট ৩১, ২০২৫
আপত্তিকর স্পর্শ, সেই অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন পবন

ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিংয়ের বিরুদ্ধে শরীরের আপত্তিকর স্পর্শ করার অভিযোগ তুলেছিলেন অঞ্জলি রাঘব নামের অভিনেত্রী। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অঞ্জলি জানিয়েছিলেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।

এর একদিন পর অঞ্জলির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পবন।

সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অঞ্জলি রাঘব ও পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। বিষয়টি ভালোভাবে নেননি অঞ্জলি। শরীরে আপত্তিকর স্পর্শ বলেন অভিযোগ করেন তিনি।

অভিযোগ করে অঞ্জলি বলেন, ‘কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। ’

এর একদিন পর অভিনেত্রীর কাছে ক্ষমা চান পবন। সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, ব্যস্ততার কারণে অঞ্জলির ভিডিওবার্তা আমি দেখতে পারিনি। যখন আমি বিষয়টি জানতে পারলাম, তখন আমার খারাপ লেগেছিল। আমার কোনও ভুল উদ্দেশ্য ছিল না। কারণ, আমরা সবাই শিল্পী। তবুও, যদি আমার কাজে আপনি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

পবন সিংয়ের ক্ষমা চাওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে অঞ্জলি রাঘব বলেন, পবন তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি আমার চেয়ে বড় শিল্পী। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি এই বিষয়টি আর এগিয়ে নিতে চাই না।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।