বড় পর্দায় বলিউডের লেডি সুপারস্টার শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর পা রেখেছিলেন ২০১৮ সালে। কাকতালীয়ভাবে ওই বছরেই শ্রীদেবী মারা যান।
সেই ধাক্কা সামলে উঠে একে একে বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। এবার মায়ের ‘চালবাজ’ সিনেমার রিমেকে অভিনয় করবেন তিনি।
বিষয়টি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটিজেনদের একাংশ মনে করেন যে, শ্রীদেবীর এই সিনেমার রিমেকে জাহ্নবীর অভিনয় করার খবরে নেটপাড়ার একাংশ একেবারেই খুশি নয়।
‘চালবাজ’ সিনেমাতে এর আগে মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। যদিও সেই সিনেমার কথা আর কোনওভাবেই এগোয়নি। এখন গুঞ্জন যে, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন জাহ্নবী।
ভারতীয় সংবাদমাধ্যমে সিনেমাটি নিয়ে বলতে গিয়ে জাহ্নবী বলেন, এই সিনেমা তার কাছে শুধুমাত্র একটি সিনেমাই নয়। এটা তার কাছে যেন এক আবেগ। ‘চালবাজ’-এ অভিনয় করার সুযোগ তাই কোনভাবেই তিনি মিস করতে চান না।
সিনেমাটির শুটিং শুরুর আগে তাই অভিজ্ঞদের মতামত নিচ্ছেন জাহ্নবী। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু করবেন বলেই জানা যাচ্ছে। আপাতত মায়ের সিনেমার রিমেক ভার্সনে নিজেকে উপযুক্তভাবে উপস্থাপনা করার জন্য ব্যস্ত জাহ্নবী।
এনএটি