বলউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা নামে গেল ১৪ আগস্ট মুম্বাইয়ের জুহু থানায় মামরা দায়ের হয়। এতে অভিযোগ করা হয়, শিল্পা এবং রাজ ঋণ ও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
বলিউডের এই তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি ৪৮ লাখ টাকার প্রতারণার অভিযোগে লুকআউট সার্কুলার জারি করেছে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এক কর্মকর্তা জানান, দম্পতির ঘনঘন বিদেশ সফরের প্রবণতা থাকায় তদন্তে বাধা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিল্পা ও রাজের বন্ধ হয়ে যাওয়া হোম-শপিং কোম্পানি বেস্ট ডেল টিভি প্রাইভেট লিমিটেড। যার একটি বিনিয়োগ চুক্তিকে ঘিরেই অভিযোগের সূত্রপাত।
জুহু থানায় দায়ের হওয়া মামলায় মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে দেওয়া অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন এই দম্পতি। কোঠারি, যিনি লোটাস ক্যাপিটাল ফিনাসিয়াল সার্ভিস-এর পরিচালক। তিনি রাজেশ আর্যর মাধ্যমে শিল্পা-রাজের সঙ্গে পরিচিত হন। তখন বেস্ট ডেল টিভি প্রাইভেট লিমিটেড-এর ৮৭ দশমিক ৬ শতাংশ শেয়ার তাদের নিয়ন্ত্রণে ছিল।
কোঠারির দাবি, শুরুতে তারা ১২ শতাংশ সুদে ৭৫ কোটি টাকার ঋণ চেয়েছিলেন। পরে ট্যাক্সের সুবিধা দেখিয়ে বিনিয়োগ হিসেবে অর্থ পাঠাতে রাজি করান, মাসিক রিটার্ন ও মূলধন ফেরতের প্রতিশ্রুতি দিয়ে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে কোঠারি ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১ দশমিক ৯৫ কোটি টাকা এবং সেপ্টেম্বরে আরও ২৮ দশমিক ৫৩ কোটি টাকা কোম্পানির এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন শেয়ার সাবস্ক্রিপশন ও সম্পূরক চুক্তির মাধ্যমে।
কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বরে শিল্পা শেঠি পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৭ সালে বেস্ট ডেল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে দেউলিয়া মামলা শুরু হয়, অন্য একটি চুক্তিতে ডিফল্ট করার কারণে।
প্রসঙ্গত, ইকোনমিক অফেন্সেস উইং এখন শিল্পা ও তার স্বামী বিদেশ সফরের রেকর্ড, ব্যাংক ট্রেইল এবং কোম্পানির অডিট রিপোর্ট খতিয়ে দেখছে।
শিল্পা ও রাজের আইনজীবী এই অভিযোগকে ‘পুরনো আর্থিক লেনদেন’ বলে দাবি করে জানিয়েছেন। এতে কোনও অপরাধমূলক দিক নেই এবং তারকা দম্পতি তদন্তে পূর্ণ সহযোগিতা করছে বলেও জানান।
এনএটি