ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার কাজল আগারওয়াল ‘সড়ক দুর্ঘটনায় মারা গেছেন’ এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যা দেখে বিব্রত অভিনেত্রী।
সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানান যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। কাজল লেখেন, আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে।
ভক্তদের আশ্বস্ত করে এই অভিনেত্রী লেখেন, আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।
সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সামাজিকমাধ্যমে শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা।
২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে কাজলের। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তিনি তারকা খ্যাতি পান। একই বছর ‘কিউঁ! হো গায়া না...’ সিনেমার বলিউডে যাত্রা শুরু করেন এই অভিনেত্রী।
কাজলকে শেষবার দেখা গেছে ‘কান্নাপ্পা’-তে, যেখানে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় তার অভিনীত রয়েছে ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ’ নামের সিনেমাগুলো।
এনএটি