ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গোল্ডেন গ্লোবে সেরা ছবির নাম ফাঁস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
গোল্ডেন গ্লোবে সেরা ছবির নাম ফাঁস!

পুরস্কার বিতরণী অনুষ্ঠানই হলো না, তার আগেই সেরা ছবির নাম ঘোষণা করা হলে শোরগোল পড়ে যাওয়ারই কথা। এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে ঘিরে এমন ঘটনাই ঘটেছে।

তাদের ওয়েবসাইটে ড্রামা বিভাগে ‘সেলমা’ আর মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে ‘ইনটু দ্য উডস’ ছবি দুটিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে!

গোল্ডেন গ্লোব ওয়েবসাইটটি দেখভাল যারা করেন তারা মূল অনুষ্ঠানের আগে একটি পরীক্ষা করতে গিয়ে করে বসে মস্ত ভুল! সংশ্লিষ্ট এক মুখপাত্র জানান, অনুষ্ঠান চলাকালে সরাসরি তা ওয়েবসাইট ব্যবহারকারীদেরকে জানানোর জন্য পরীক্ষাকাজ চালাতে ওই দুটি ছবির নাম নির্বাচন করা হয়। এ ভুলের দায়ভার পুরোপুরি নিজেদের কাঁধে নিয়েছেন তারা।

জানা গেছে, গতবারের বিজয়ী দুই ছবি ড্রামা বিভাগের ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’ ও মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে ‘আমেরিকান হাসল’-এর নামের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে ‘সেলমা’ ও ‘ইনটু দ্য উডস’ নাম দুটি। তবে ভাগ্য ভালো যে, গোল্ডেন গ্লোবের লোগো যুক্ত করা হয়নি!

অনুষ্ঠানের প্রযোজনা প্রতিষ্ঠান ডিক ক্লার্ক প্রোডাকশন্স। এইচএফপিএ’র নিয়মানুযায়ী, বিজয়ী তালিকা দেখার এখতিয়ার আছে লন্ডনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াং-এর। তবে এনবিসি নেটওয়ার্কের টিভি চ্যানেলে একে একে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত ওই প্রতিষ্ঠান কারও কাছে বিজয়ীর নাম হস্তান্তর করে না।

বাংলাদেশ সময় : ২৩৩৬ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।