বিনোদন অঙ্গনের সবচেয়ে ঝলমলে লালগালিচাগুলোর মধ্যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেরটি অন্যতম। এখানে নিজেকে সবার চেয়ে সুন্দরভাবে উপস্থাপনে তারকারা চেষ্টার ত্রুটি রাখেন না।
জেনিফার লোপেজ
চল্লিশ পেরিয়ে আসা মার্কিন এই গায়িকা-অভিনেত্রী পরেন জুহেয়ার মুরাদের ডিজাইন করা রূপালি গাউন। কিন্তু এই পোশাকে রুচির ছাপ পাওয়া যায়নি।
রোসামুন্ড পাইক
ভেরা ওয়াংয়ের ডিজাইন করা গাউনটিতে মোটেই যুতসই মনে হয়নি ব্রিটিশ এই অভিনেত্রীকে।
লানা ডেল রে
উইলিয়াম ট্রাভিলার তৈরি নীল-সবুজ রঙা মৎসকন্যার মতো পোশাকটিতে ব্রিটিশ এই গায়িকাকে মোটেই মানায়নি।
কেরি ওয়াশিংটন
৩৭ বছর বয়সী মার্কিন এই অভিনেত্রী বেছে নেন ম্যারি ক্যাটর্যান্টজুর ডিজাইন করা গোলাপি ও বেগুণি গাউন।
ক্লেয়ার ডেন্স
ভ্যালেন্টিনোর মতো ডিজাইন প্রতিষ্ঠানও মার্কিন এই অভিনেত্রীকে বাঁচাতে পারলো না।
মেলিসা ম্যাককার্থি
ডিআইওয়াই প্রতিষ্ঠানের সাদা-কালো পোশাকটি ৪৪ বছর বয়সী মার্কিন এই অভিনেত্রী বেছে নিয়েছেন ভালো কথা, কিন্তু ভুল করেছেন স্টাইলিস্ট না রেখে!
ক্রিস্টেন উইগ
পুরনো দিনের টেবিল ঢাকার কাপড়ের মতোই লেগেছে ডেলফাইন ম্যানিভেটের ডিজাইন করা মার্কিন এই অভিনেত্রীর পোশাককে।
ম্যাগি গিলেনহাল
সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার জিতেছেন ঠিকই, কিন্তু মিউ মিউর ডিজাইন করা ম্রিয়মান গোলাপি পোশাকটি বেছে মার্কিন এই অভিনেত্রী জানিয়ে দিলেন, তার ফ্যাশনজ্ঞান কম।
লরা প্রিপন
ক্রিস্টিয়ানো সিরিয়ানোর ডিজাইন করা কালো রঙা পোশাকে মোটেই মানায়নি ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ টিভি সিরিজের মার্কিন এই অভিনেত্রীকে।
আমান্ডা পিট
মার্কিন এই অভিনেত্রী যেন কোনো বেডশীট পরেছিলেন! এটি ডিজাইন করেন জে মেন্ডেল।
বাংলাদেশ সময় : ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫