ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনেও মেহজাবিন তারকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, জানুয়ারি ২৬, ২০১৫
বিজ্ঞাপনেও মেহজাবিন তারকা মেহজাবিন

মেহজাবিন মডেল-অভিনেত্রী হিসেবে জনপ্রিয়, বিজ্ঞাপনেও দেখা যাবে সেই চিত্র। এটি মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের নতুন বিজ্ঞাপনচিত্র।



এটি নির্মাণ করেছেন শাহেদ বিন হোসেন। এতে তারকা হিসেবেই দর্শকের সামনে আসবেন মেহজাবিন। রাজধানীর বেইলি রোডসহ বিভিন্ন জায়গায় চিত্রায়িত বিজ্ঞাপনটি শিগগিরই টিভি চ্যানেলে প্রচার হবে।

এ প্রসঙ্গে মেহজাবিন বাংলানিউজকে বলেন, ‘বাংলালিংকের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে আমার। এবার ব্যক্তি আমাকেই দেখবেন দর্শকরা। ’

এর আগেও কয়েকবার বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়েছেন মেহজাবিন।

বাংলাদেশ সময় : ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।