ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

দু’জনে লেক ড্রাইভ লেনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৪, জানুয়ারি ২৯, ২০১৫
দু’জনে লেক ড্রাইভ লেনে সুমাইয়া শিমু ও অপূর্ব

নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও অপূর্ব। নাম ‘লেক ড্রাইভ লেন’।

লিখেছেন মেজবাহ্ উদ্দিন সুমন, নির্দেশনায় নজরুল ইসলাম রাজু। নজরুল ইসলাম রাজুর সর্বশেষ দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এসএ টিভিতে প্রচারিত ‘চুপকথা’। তার বিশ্বাস ‘লেক ড্রাইভ লেন’ ধারাবাহিক নাটকটিও দর্শকের অনেক ভালোলাগবে। নতুন এই ধারাবাহিক নাটকটি ১০৪ পর্ব পর্যন্ত নির্মিত হবে বলে জানা গেছে।

পরিচালক নজরুল ইসলাম রাজু জানান আসছে ২ ফেব্রুয়ারি থেকে এনটিভিতে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮.২০ মিনিটে নাটকটি প্রচার হবে।

সুমাইয়া শিমু ও অপূর্ব প্রথম একসঙ্গে অভিনয় করেন আশরাফুল আলম রিপন পরিচালিত ১৩ পর্বের ধারাবাহিক নাটক ‘সোনালু ফুল’-এ।

এরপর তারা দু’জন ফেরদৌস হাসান রানার ‘মহানগর’, আলভী আহমেদের ‘আড্ডা’সহ বহু ধারাবাহিক এবং খ- নাটকে অভিনয় করেছেন।

এদিকে মাজহারুল ইসলামের নির্দেশনায় সুমাইয়া শিমু অভিনীত ধারাবাহিক নাটক ‘একজন মায়াবতী’ খুব শিগগিরই প্রচারে আসছে। এতে তার বিপরীতে আছেন মাহফুজ আহমেদ।

বাংলাদেশ সময় : ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।