ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ময়নামতিতে শখের নাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, জানুয়ারি ৩০, ২০১৫
ময়নামতিতে শখের নাচ শখ /ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মডেলিং এবং অভিনয়ের বাইরে নাচ নিয়ে ব্যস্ত সময় কাটে শখের। বিভিন্ন উৎসবে দর্শকরা উপভোগ করেন তার নাচ।

এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি কুমিল্লার ময়নামতি সেনানিবাসে অনুষ্ঠিতব্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন শখ।

শখ বাংলানিউজকে বলেন, এবারই প্রথম ময়নামতিতে নৃত্য পরিবেশনা করতে যাচ্ছি। দারুণ একটা জায়গা। আমার সঙ্গে নৃত্যে থাকছেন সোহেল।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে ‘পপুলার লাইফ ইন্সুরেন্স হিমেল সন্ধ্যা’ শিরোনামের এ অনুষ্ঠানে আরো থাকছেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা’র) শিল্পীবৃন্দ। শখের নাচের বাইরে সঙ্গীত পরিবেশন করবেন রবি চৌধুরী, আঁখি আলমগীর ও তপু।
 
ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। লোপা হোসাইনের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।