ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জানুয়ারি ৩০, ২০১৫
শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে (বাঁ থেকে) শাকিব খান ও আহমেদ শরীফ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী (২০১৫-২০১৬) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

এবারের নির্বোচনেও একটি প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন শাকিব খান। তার প্রতিদ্বন্দ্বী আরেক প্যানেলের সভাপতি পদপ্রাথী আহমেদ শরীফ। সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেলে লড়ছেন মিশা সওদাগর ও অমিত হাসান।

প্রবীণ শিল্পীদের মধ্যে এরই মধ্যে ভোট দিয়েছেন সুচন্দা, ববিতা, চম্পা, আনোয়ারা প্রমুখ। প্রথম সারির তারকাদের মধ্যে মৌসুমীও ভোট দিয়েছেন। এ ছাড়া অভিনেত্রী মুক্তি, শিল্পী-সহ অনেকে ভোট দিতে এসেছেন।

জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ছিলো বিরতি। এরপর আবার ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।