ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

অনেকদিন পর এফডিসিতে শাবনূর

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, জানুয়ারি ৩০, ২০১৫
অনেকদিন পর এফডিসিতে শাবনূর (বাঁ থেকে) সায়মন, ইমন, নিরব, রিয়াজ, মৌসুমী ও শাবনূর

দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে এলেন শাবনূর। দীর্ঘদিন পর আজ শুক্রবার এখানে দেখা গেলো তাকে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এফডিসি থেকে বাংলনিউজের স্টাফ করেসপন্ডেন্ট জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এসে ভোট দেন শাবনূর। এ সময় তার অনেক সহকর্মী ও নবীন শিল্পী তার সঙ্গে সেলফি তোলেন। তার পরপরই ভোট দেন ইরিন জামান, নিরব, ইমন ও জায়েদ খান।


নিজের অভিনীত ‘বধূ তুমি কার’ ছবির সহশিল্পী অনিককে ২০১২ সালের ৬ ডিসেম্বর চুপিসারে বিয়ে করেন শাবনূর। এরপর সন্তানসম্ভবা হলে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন শাবনূর। গত বছরের মাঝামাঝি ছেলে আইজান নেহানকে নিয়ে ঢাকায় ফেরেন তিনি।

শাবনূরকে সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস ও মৌসুমী।

বাংলাদেশ সময় :  ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।