ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

প্রতিজ্ঞা ভেঙেছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
প্রতিজ্ঞা ভেঙেছেন ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ

নিজের দেওয়া কথা রাখলেন না ক্যাটরিনা কাইফ, ত্বক ফর্সা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে এমন ক্রিমের মডেল হলেন তিনি। লরিয়েল প্রতিষ্ঠানের ক্রিমের বিজ্ঞপনচিত্রটি এখন প্রচার হচ্ছে টিভিতে।

  

‘ধুম থ্রি’ ছবির প্রচারণার সময় ক্যাটরিনা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি ত্বক ফর্সা করার কোনো ক্রিমের বিজ্ঞাপনে কাজ করবেন না। এ কারণে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন বিজ্ঞাপনচিত্র দেখে সমালোচনা করছে নিন্দুকরা।


সাধারণত বলিউড তারকারা আস্থা রাখেন এমন পণ্যের বিজ্ঞাপনে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়ে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ ত্বক ফর্সা করার ক্রিমের মডেল কখনও হবেন না বলে পণ করেছেন। এ তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফও। তিনি নিজেই হয়তো সেটা বেমালুম ভুলে বসে আছেন!

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।