ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

দিতির জন্য শুভকামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জুলাই ২৭, ২০১৫
দিতির জন্য শুভকামনা দিতি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক’দিন আগেও এফডিসিতে দাপিয়ে কাজ করছিলেন দিতি। ‘রাজা বাবু- দ্য পাওয়ার’ ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটির দৃশ্যধারণ শেষ হয়নি, এখনও চলছে। শাকিব খান, অপু বিশ্বাস, ববি- সবাই ক্যামেরার সামনে; কিন্তু দুর্ভাগ্যক্রমে জনপ্রিয় এই অভিনেত্রীকে এখন শুয়ে থাকতে হচ্ছে চেন্নাইয়ের হাসপাতালে।

ব্রেন টিউমারে ভুগছেন দিতি। রাত পেরুলেই অস্ত্রোপচার। ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেটিক্স অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) ভর্তি করা হয়েছে তাকে। ওখানেই ২৮ জুলাই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হবে।

‘রাজা বাবু’ ছবিতে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন উজ্জ্বল-দিতি। সারাক্ষণ এক সঙ্গেই ছিলেন, অথচ একবারের জন্যও তিনি বুঝতে পারেননি, সহশিল্পী ভালো নেই। অস্ত্রোপচারের খবর শুনে উজ্জ্বল বলছেন, ‘আমার বিশ্বাস হয় না! ক’দিন আগেও তো ‘রাজা বাবু’ ছবির শুটিং করলাম। তারপরও আল্লাহর কাছে দোয়া করি। ও যেন সুস্থ হয়। ’

শুধু উজ্জ্বল নন, চলচ্চিত্র-নাটক-সংগীত সব অঙ্গনের মানুষ এখন দিতির জন্য প্রার্থনারত। অভিনেতা ওমর সানি, পরিচালক মুশফিকুর রহমান গুলজার-সহ অনেকেই ফেসবুকে লিখে দিতির খবর মানুষকে জানিয়েছেন, দোয়া চেয়েছেন।

ঈদের আগেই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন দিতি। চারদিন দেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিলো না। তাই ২৬ জুলাই দুপুরের ফ্লাইটেই চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সঙ্গে আছেন তার মেয়ে লামিয়া।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘন্টা, জুলাই ২৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।