ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় পিঁপড়ামানব হাজির!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ঢাকায় পিঁপড়ামানব হাজির!

হলিউড বক্স অফিসে টানা দুই সপ্তাহ শীর্ষে আছে মার্ভেল কমিকসের সুপারহিরো ‘অ্যান্ট-ম্যান’। ছবিটি ঢাকার দর্শকদের জন্য নিয়ে এসেছে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স।

এখানে আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি।

গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ‘অ্যান্ট-ম্যান’ আয় করেছে ২২ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। এটি বানাতে খরচ হয়েছে ১৩ কোটি ডলার।

কমিকবুক লেখক স্ট্যান লির সৃষ্টি ‘অ্যান্ট-ম্যান’ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে। তাই মার্ভেল কমিকসের ভক্তদের সঙ্গে ‘অ্যান্ট ম্যান’ অর্থাৎ পিঁপড়ামানবের পরিচয় অনেকদিনের। জনপ্রিয় এই সুপারহিরো এবারই প্রথম কমিকসের গন্ডি পেরিয়ে রূপালি পর্দায় পা রেখেছে। ছবিটি পরিচালনা করেছেন পিটন রিড।

অ্যান্ট-ম্যানের সবচেয়ে মজার একটি দিক হলো এই সুপারহিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। প্রয়োজনে পিঁপড়ার মতোই ছোট হয়ে যাওয়ার অসাধারণ এক ক্ষমতা নিয়ে ‘অ্যান্ট ম্যান’কে লড়তে দেখা যায় অন্যায়-অবিচারের বিরুদ্ধে।

‘অ্যান্ট ম্যান’-এর ভূমিকায় অভিনয় করছেন পল রুড। আর ড. হেনরি পাইমের চরিত্রে আছেন মাইকেল ডগলাস। অন্য অভিনয়শিল্পীরা হলেন এভাঞ্জেলিন লিলি, কোরি স্টলের মতো তারকারা।

ঢাকায় মুক্তি উপলক্ষে আগামী ৩০ জুলাই সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য প্রিমিয়ার শোর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স।

বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।