ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

মাহিকে সঙ্গে নিয়ে শুভর ‘ঢাকা অ্যাটাক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, আগস্ট ২৭, ২০১৫
মাহিকে সঙ্গে নিয়ে শুভর ‘ঢাকা অ্যাটাক’ ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘অগ্নি’ ও ‘ওয়ার্নিং’-এর পর মাহিয়া মাহিকে নিয়ে নতুন মিশনে নামছেন আরিফিন শুভ। এ মিশনের নাম ‘ঢাকা অ্যাটাক’।

এতে যিনি পেছনে বসে কলকাঠি নাড়ছেন, মানে পরিচালনা করছেন তার নাম দীপংকর দীপন। এখন বাহিনী গোছানোর কর্মযজ্ঞ চলছে। আসল কাজ শুরু হবে নভেম্বর থেকে।

দীপংকর দীপন বাংলানিউজকে বলছেন, ‘এটি কপ থ্রিলার। ’ সঙ্গে এটাও জানালেন, ‘শুভ এতে ঠিক পুলিশ নয়, তবে পুলিশের মতোই। ’ বোঝাই যাচ্ছে, চরিত্রটির মধ্যে কিছু গোলমাল আছে। যেটা ছবির একটা টুইস্ট। ফাঁস হয়ে গেলো তো গল্প মাঠে মারা!

পরিচালক জানাচ্ছেন, আরিফিন শুভ ও মাহিয়া মাহি- দু’জনের সঙ্গেই চুক্তি হয়ে গেছে। ‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্প সানী সানোয়ারের। চিত্রনাট্য পরিচালকই লিখেছেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।