ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

অপারেশন থিয়েটারে সুমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, নভেম্বর ১২, ২০১৫
অপারেশন থিয়েটারে সুমন সুমন

আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী সুমন। এবারের আক্রমণস্থল ডান পা।

চিকিৎসা নিতে থাইল্যান্ড গেছেন ক’দিন আগে। আজ (১২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার খানিকপরে ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে অস্ত্রোপচারের জন্য বেজবাবাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

অর্থহীন ব্যান্ডের জনপ্রিয় এই গায়ক অনেকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। এ পর্যন্ত তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে এগারো বার। প্রথমে তার মেরুদণ্ডে ক্যান্সার আক্রমণ করেছিলো। এরপর মস্তিষ্কে। ক্রমে সেটা পাকস্থলী ও কিডনিতেও ছড়ায়। গত বছরের সেপ্টেম্বরে চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরোপুরি ক্যান্সারমুক্ত তিনি। কিন্তু বেশ কিছুদিন আগে তার ডান পায়ে আবারও ক্যান্সার ধরা পড়েছে।

এ অবস্থায়ও গান গেয়েছেন সুমন। গত ১ নভেম্বর সিডনির একটি কনসার্ট মাতিয়েছেন তিনি। সিডনি থেকেই গিয়েছেন থাইল্যান্ডে, চিকিৎসা নিতে। সবার কাছে দোয়া চেয়েছেন সুমন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।