ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তিযুদ্ধের ছবি নিয়ে বিদেশির বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
মুক্তিযুদ্ধের ছবি নিয়ে বিদেশির বই

জন ডব্লিউ. হুড অস্ট্রেলিয়ার নাগরিক। বিশিষ্ট চলচ্চিত্র-সমালোচক তিনি।

চলচ্চিত্রের নন্দনতত্ত্ব নিয়েও বিস্তর জানাশোনা তার। ভারতীয় চলচ্চিত্র নিয়ে গবেষণা করছেন বহুদিন ধরেই । ‘বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড অব অপু’, ‘দ্য ফিল্মস অব বুদ্ধদেব দাশগুপ্ত’, ‘চেজিং দ্য ট্রুথ: দ্য ফিল্মস অব মৃণাল সেন’, ‘দ্য এসেনসিয়াল মিস্ট্রি: মেজর ফিল্মমেকারস অব ইন্ডিয়ান আর্ট সিনেমা’সহ বেশকিছু বইও লিখেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ কতোখানি ফুটে উঠলো, কতোখানি তুলে আনা গেলো- এসব নিয়ে অনেকদিন ধরে গবেষণা করেছেন জন ডব্লিউ. হুড। সেই পর্যালোচনার নিরিখে তিনি লিখেছেন নতুন বই ‘দ্য ব্লিডিং লোটাস: নোশনস অব নেশন ইন বাংলাদেশি সিনেমা’। এটি প্রকাশ করছে নয়াদিল্লির পালিম্পসেস্ট পাবলিশার্স।

বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)। আগামী ১৬ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কলাবাগানস্থ বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের মিলনায়তনে এর মোড়ক খোলা হবে। এতে সভাপতিত্ব করবেন নির্মাতা তানভীর মোকাম্মেল। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, শামীম আখতার, মাহমুদুল হোসাইন ও ইলিয়াস কামাল রিসাত।

জন ডব্লিউ. হুড বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে বছরে দু’বার কর্মশালা পরিচালনা করান চলচ্চিত্রভাষা বিষয়ে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।