ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রতিবন্ধীরাই রোমিও অ্যান্ড জুলিয়েট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, নভেম্বর ২১, ২০১৫
প্রতিবন্ধীরাই রোমিও অ্যান্ড জুলিয়েট! উইলিয়াম শেক্সপিয়র

‘শেক্সপিয়র লিভস ইন বাংলাদেশ’ বিষয়কে প্রতিপাদ্য করে একটি নাটক তৈরি হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘অ্যা ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’।

অমর নাট্য রচয়িতা উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি চূড়ান্ত মহড়ায় যাচ্ছে আগামীকাল (২২ নভেম্বর)। এতে অভিনয় করছেন বিভিন্ন বয়সী প্রতিবন্ধীরা।

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় যুক্তরাজ্যের গ্রেই থিয়েটার কোম্পানি ও ঢাকা থিয়েটার যৌথভাবে নাটকটির আয়োজন করেছে। নিদের্শনা দিয়েছেন গ্রের শিল্প নির্দেশক জেনি সিলি ও ঢাকা থিয়েটার প্রধান নাসিরউদ্দীন ইউসুফ।

আয়োজকরা জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টায় নাটকটির চূড়ান্ত মহড়া হবে সাভারের খাগানের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্টে। এখানে উপস্থিত থাকবেন শিল্প নির্দেশক ও নির্দেশক।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।