ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঢাকা মাতাবেন অনুপম, সঙ্গে ন্যানসি ও পারভেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, নভেম্বর ২২, ২০১৫
ঢাকা মাতাবেন অনুপম, সঙ্গে ন্যানসি ও পারভেজ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই বাংলার শিল্পীদের নিয়ে ধারাবাহিক কনসার্ট আয়োজন করছে ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এর প্রথম কনসার্টটি হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)।

এতে গাইতে ঢাকায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। তার পাশাপাশি গাইবেন বাংলাদেশের দুই শিল্পী ন্যানসি ও পারভেজ।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় হবে ‘দুই বাংলার গান’ শীর্ষক কনসার্টটি। সন্ধ্যা ৭টায় প্রথমে পারভেজ, পরে ন্যানসি এবং সবশেষে গাইবেন অনুপম।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।  তিনি বলেন, ‘এখন ফিউশনের মাধ্যমে নানারকম নিরীক্ষা চলছে সংগীত নিয়ে। ক্লাসিক্যাল ও ফোকের সঙ্গে আধুনিকতার সমন্বয়ে সৃষ্টি হচ্ছে নতুনত্ব। তাই আমরা এমন আয়োজন অব্যাহত রাখতে চাই। ’


প্রতি মাসে এভাবে ধারাবাহিকভাবে একটি কনসার্টের আয়োজন করবেন অন্তর শোবিজ। যেখানে থাকবে একই ধাঁচের গান গাওয়া দুই বাংলার শিল্পীদের পরিবেশনা। সংবাদ সম্মেলনে আরও ছিলেন কনসার্টের টিভি পার্টনার বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ।


বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএ/বিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।