ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

তিন দিন শুধুই রাধারমণের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, নভেম্বর ২২, ২০১৫
তিন দিন শুধুই রাধারমণের গান

পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে রাধারমণ সংগীত উৎসব। মহাত্মা রাধারমণ দত্তের শততম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে এই অনুষ্ঠান হবে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধন করবেন প্রবীণ লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি।

রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছে। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীর স্মৃতির প্রতি। প্রতিদিন বিকেল ৫টায় থাকবে শুধুই রাধারমণের গান।

বাংলাদেশ সময় : ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।