ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন বছরের শুরুতে প্রীতির বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, নভেম্বর ২৩, ২০১৫
নতুন বছরের শুরুতে প্রীতির বিয়ে প্রীতি জিনতা

গতমাসে সাতপাকে বাঁধা পড়েছেন ‍ক্রিকেটার হরভাজন সিং ও গীতা বাসরা। এরপর কখনও হ্যাঁ, কখনও না করতে করতে বাগদান সম্পন্ন করে ফেললেন ক্রিকেটার যুবরাজ সিং ও হ্যাজেল কিচ।

এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অচিরেই হবে বিয়ের আনুষ্টানিকতা।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, নতুন বছরের (২০১৬ সালের জানুয়ারি) শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন ৪০ বছর বয়সী অভিনেত্রী। চলতি বছরের শুরুতে প্রেমের খবরের সত্যতা নিশ্চিত করেন তিনি। কিন্তু বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি প্রীতি।

ঘনিষ্ঠসূত্রে প্রকাশ, খুব শিগগিরই আমেরিকায় যাচ্ছেন প্রীতি। সেখানেই প্রেমিক জেনে গুডএনাফের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তিনি। জাঁকজমকপূর্ণ নয়, ঘনিষ্ঠজনদের নিয়ে সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে সাতপাঁকে বাঁধা পড়বেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।