ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিসমিল্লাহ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বিসমিল্লাহ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র ঢাকায়

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতে উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ বিসমিল্লাহ খান। বাদ্যযন্ত্র সানাইকে উচ্চাঙ্গসংগীত বাদনের মর্যাদায় নিয়ে গেছেন তিনি।

গুণের কারণেই পেয়েছিলেন ওস্তাদ উপাধি। আট দশকের বেশি সময় ধরে অনবদ্য সানাই বাদনে মানুষটি মুগ্ধ করেছেন ভারতবর্ষসহ বিশ্বের অসংখ্য দর্শক-শ্রোতাকে। কিংবদন্তি এই সুরস্রষ্টাকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন গুণী নির্মাতা গৌতম ঘোষ। ঢাকার দর্শকেরা এবার সেটি দেখার সুযোগ পাচ্ছেন।

বিসমিল্লাহ খানের জীবন ও কর্ম নিয়ে ভারতীয় পরিচালক গৌতম ঘোষ তৈরি করেছেন ‘মিটিং অ্যা মাইলস্টোন- ওস্তাদ বিসমিল্লাহ খান’। বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের নিয়মিত প্রদর্শনীর অংশ হিসেবে দেখানো হবে এটি। শনিবার (২৮ নভেম্বর) শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে (নিচতলা) সন্ধ্যা সাড়ে ৫টায় দেখা যাবে ‘মিটিং অ্যা মাইলস্টোন- ওস্তাদ বিসমিল্লাহ খাঁন’। প্রদর্শনীর পর থাকছে মুক্ত আলোচনা।



বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।