ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে দিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে দিতি পারভীন সুলতানা দিতি / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এবার খানিকটা স্বস্তির খবর। অনেকদিন ধরেই অভিনেত্রী পারভীন সুলতানা দিতি আছেন আশংকাজনক অবস্থায়।

মস্তিষ্কে ক্যান্সার নিয়ে শুয়ে আছেন চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি)। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চেন্নাই থেকে তার মেয়ে লামিয়া চৌধুরী জানিয়েছেন, দিতির নাক থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের নল খুলে ফেলা হয়েছে। সিসিইউতে তিনি পর্যবেক্ষণে থাকবেন আরও ৪৮ ঘণ্টা। তার আশা, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা ৪৮ ঘণ্টা পর তাকে ওয়ার্ডে নিতে পারবো। ’

এর আগে গত ৯ ডিসেম্বর লামিয়া জানিয়েছিলেন, আইসিইউতে রয়েছেন দিতি। কৃত্রিম নল দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। যদিও চিকিৎকরা দিতির মস্তিষ্কে তৃতীয়বারের মতো অস্ত্রোপচারের কথা ভাবছিলেন, কিন্তু পরবর্তীতে জানিয়ে দেন, সেটার আর দরকার নেই। লামিয়া বলছিলেন, ‘তিনি যে আশংকাজনক অবস্থায় আছেন, সে পরিস্থিতি থেকে মুক্ত করার চেষ্টা করছি আমরা। ’

এর আগে ৩ নভেম্বর দ্বিতীয় দফায় চেন্নাই নেওয়া হয় দিতিকে। দু’দিনের মাথায় ৫ নভেম্বর তার মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ওই সময় তার মস্তিষ্কে জমে থাকা পানি অপসারণ করা হয়। কিন্তু তখনও তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ

** এক মাস কাউকে চিনতে পারছিলেন না দিতি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।