ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘সালমানকে বউ উপহার দেবো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, ডিসেম্বর ১৬, ২০১৫
‘সালমানকে বউ উপহার দেবো’ দীপিকা পাড়ুকোন ও সালমান খান

সালমান খান এখন মুক্ত। তেরো বছর ধরে কাঁধে বয়ে চলা গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার অভিযোগ সরে গেছে তার ওপর থেকে।

এমন একটা সময়ে সালমানভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় নায়কের বিয়ের খবর শোনার জন্য। তাদের মনের অবস্থাটাই যেন পরিস্কার করে দিলেন বলিউড অভিনেতী দীপিকা পাড়ুকোন।  

‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় সালমান খানের জন্মদিনে কী উপহার দেবেন? উত্তরে তিনি বলেছেন, ‘সালমানকে একটি বউ উপহার দেবো’।

কিছুদিন আগে ছবির প্রচারণার জন্য কালারস চ্যানেলে সালমানের সঞ্চালনায় ‘বিগ বস-৯’-এ হাজির হয়েছিলেন দীপিকা। সেখানে সালমানকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ২৯ বছর বয়সী এই নায়িকা।

সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে আরও রয়েছেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে সালমান এখন ‘সুলতান’-এর দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।