ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনচিত্রে জেনি, সঙ্গে নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, জানুয়ারি ১১, ২০১৬
বিজ্ঞাপনচিত্রে জেনি, সঙ্গে নাসিম নওরীন হাসান খান জেনি ও আহসান হাবীব নাসিম

বিজ্ঞাপনচিত্রে জেনির দেখা মেলে খুব কম। টিভি নাটকেই ব্যস্ত থাকেন সারা বছর।

সম্প্রতি জেনি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হয়েছেন। তার সঙ্গে এতে জুটি বেঁধেছেন যিনি, সেই আহসান হাবিব নাসিমের সঙ্গে জেনির রসায়ন বহু পুরনো। এটিএন বাংলায় প্রচারচলতি ‘নির্বিকার মানুষ’-এ আছেন দু’জন। এর আগে ‘লেডিস ফার্স্ট’ ধারাবাহিকেও ছিলেন তারা। একক নাটক তো অনেক রয়েছে তাদের, একসঙ্গে।

নতুন এ বিজ্ঞাপনচিত্রটি আরএফএল চেয়ারের। রাজধানীর তেজগাঁও কোকস্টুডিওতে ১০ জানুয়ারি সারাদিন দৃশ্যধারণ হয়েছে এটির। নির্দেশনা দিয়েছেন সানবীম আশরাফ। মনিরুল ইসলাম মাসুম ছিলেন ক্যামেরায়। এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বেশ কয়েকবছর পর দেখা মিলবে মডেল জেনির।

ব্রেইনওয়ার্ক কমিউনিকেশন এজেন্সির বিজ্ঞাপনচিত্রটির প্রোডাকশন হাউজ কালারমাইন্ড। শিগগিরই এটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কেবিএন/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।