ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পুতিন হতে চান ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
পুতিন হতে চান ডিক্যাপ্রিও লিওনার্ডো ডিক্যাপ্রিও

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরিত্রে অভিনয় করতে চান হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিও। বড় পর্দায় রুশ প্রেসিডেন্টের ভূমিকায় হাজির হতে দারুণ আগ্রহী তিনি।

ডিক্যাপ্রিওর ইচ্ছা, পরের ছবিতে রাশিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট পুতিন হওয়া। খবর ভালটার অনলাইনের।

এখন ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে হিংস্র ভাল্লুকের আঘাতে জর্জরিত সীমান্তবাসী হিউ গ্লাস চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসার বন্যায় ভাসছেন ডিক্যাপ্রিও। চরিত্রটির জন্য ৮৮তম অস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনয়নও পেয়েছেন তিনি।

ডিক্যাপ্রিও এরই মধ্যে আগামী কাজ নিয়ে ভাবতে শুরু করেছেন। ৪১ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘পুতিন খু-উ-ব আকর্ষণীয় হবে। তার চরিত্রে কাজ করতে পারলে ভালো লাগবে আমার। ’

ছয় বছর আগে পুতিনের সঙ্গে কাজ করেছিলেন ডিক্যাপ্রিও। ২০১০ সালে বিপন্ন সাইবেরিয়ান বাঘ সুরক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সম্মেলনে অংশ নেন তারা। তখন মার্কিন এই অভিনেতা বলেন, ‘বাঘগুলোর সুরক্ষায় হাতে নেওয়া বিভিন্ন প্রকল্পে আমার ফাউন্ডেশন অর্থনৈতিক সহায়তা দেবে। পুতিন ও আমি শুধু চমৎকার এই প্রাণী নিয়ে কথা বলেছি, কোনো রাজনীতি নিয়ে নয়। ’

এদিকে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য ডিক্যাপ্রিওর অস্কারজয়ের সম্ভাবনা ব্যাপক। এরই মধ্যে গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতে সে পথে কয়েক ধাপ এগিয়ে গেছেন তিনি।

বাংলাদেশ সময় : ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।