ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র ব্যক্তিত্ব কেএমআর মঞ্জুর আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
চলচ্চিত্র ব্যক্তিত্ব কেএমআর মঞ্জুর আর নেই কেএমআর মঞ্জুর

বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি কেএমআর মঞ্জুর আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলানিউজকে খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী।

পারিবারিক সূত্র জানায়, এক সপ্তাহ ধরে বুকের ব্যথা ও কফ জমার কারণে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন কেএমআর মঞ্জুর। গত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

কেএমআর মঞ্জুর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক। তিনি একাধিকবার এই পুরস্কার অর্জন করেন। মুক্তিযুদ্ধ ও জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণেও রয়েছে তার অবদান। এ তালিকায় উল্লেখযোগ্য ‘দাঙ্গা’, ‘সিপাহী’, ‘আমার প্রেম আমার অহংকার’ প্রভৃতি।

চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন কেএমআর মঞ্জুর। তিনি ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন এফবিসিসিআইয়েরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সফল প্রদর্শক হিসেবে তার সুনাম ছিলো।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মহাসচিব ও সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির দায়িত্ব পালন করেন কেএমআর মঞ্জুর। এ ছাড়া তিনি ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের তিনবারের সফল সভাপতি। ঢাকার অভিজাত প্রেক্ষাগৃহ অভিসার, নেপচুন, আগমন ও অতিথি’র স্বত্ত্বাধিকারী ছিলেন কেএমআর মঞ্জুর। তিনি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুচরিতার প্রাক্তন স্বামী।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।