ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

পূজা ও নাওমিকে নিয়ে জয়ের প্রেমের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জানুয়ারি ২৬, ২০১৬
পূজা ও নাওমিকে নিয়ে জয়ের প্রেমের গান

‘আমি দ্বৈত গান খুব কম করেছি। সেই জায়গা থেকে ইচ্ছে ছিলো কিছু প্রেমের গান করার।

তাই করে ফেললাম। আর ভালোবাসার গানগুলো প্রকাশের জন্য সবচেয়ে ভালো উপলক্ষ্য বিশ্ব ভালোবাসা দিবস’- বললেন জয় শাহরিয়ার।

অ্যালবামটির নাম ‘তোমার জন্য মন...’। আগামী মাসে ভালবাসা দিবস উপলক্ষে আজব রেকর্ডস থেকে অনলাইনের পাশাপাশি সিডিতেও প্রকাশ হচ্ছে এটি। এতে পূজা ও নাওমিকে নিয়ে দুটি করে চারটি প্রেমের গান গেয়েছেন জয় শাহরিয়ার। বাকি তিনটি একক। সবকটি গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন তিনি।

‘তোমার জন্য মন...’ এবং ‘ভালবাসার গান’ দুটি সিঙ্গেল আকারে ইউটিউবসহ বিভিন্ন আনলাইন পোর্টালে আগেই প্রকাশিত হয়েছে।

জয় শাহরিয়ার একটু অন্য ধরনের গান করেন। নিখাদ প্রেমের গান তার কাছ থেকে শ্রোতারা শোনেননি। ‘তোমার জন্য মন...’ অ্যালবামটি সেই অতৃপ্তি ঘোচাতে পারে।

বাংলাদেশ সময় : ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।