ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

অনেকদিন পর ধারাবাহিক নাটকে মৌ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, জানুয়ারি ২৬, ২০১৬
অনেকদিন পর ধারাবাহিক নাটকে মৌ সাদিয়া ইসলাম মৌ / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে অনেকদিন পর ধারাবাহিক নাটকে পাবেন দর্শকরা। এটি তৈরি হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষের পরিচয়’ উপন্যাস অবলম্বনে, নাম ‘রূপকথার মা’।

এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

৫২ পর্বের ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা অঞ্জন আইচের। এতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শ্যামল মাওলা, মাজনুন মিজান, লাবণ্য লিজা, আহসান কবিরসহ অনেকে। একুশে টেলিভিশনে আগামী ২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে নাটকটি।

‘রূপকথার মা’র পাশাপাশি একুশে টেলিভিশনে নতুন আরও তিনটি ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে আগামী মাসে। এর মধ্যে ‘অন্ধকারের গান’ ১ ফেব্রুয়ারি থেকে প্রতি রবি ও সোমবার রাত ১০টায় প্রচার হবে। মধ্যবিত্ত পরিবারের সদা হাস্যোজ্জ্বল কিন্তু জন্মান্ধ একটি মেয়ের জীবনযাপন নিয়ে এর গল্প। নজরুল ইসলামের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, সুমাইয়া শিমু, তমালিকা কর্মকার, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, মিশু সাব্বির, ঊর্মিলাসহ অনেকে।

একই দিন থেকে রবি ও সোমবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে ইরাজ আহমেদের রচনা ও মোস্তাসির বিপনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘কাছাকাছি’। পাঁচ তরুণ-তরুণীর জীবনে প্রতিনিয়ত ঘটতে থাকা নানান হাসি, কান্না ও কষ্ট নিয়ে এর গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, জেনি, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, এজাজুল ইসলাম, নাজিবা বাশারসহ অনেকে। প্রতি নাটকটি।

এ ছাড়া ২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে মধ্যবিত্ত নাগরিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘থার্ড আই’। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদের পরিচালনয় এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সাজু খাদেম, আরফান নিশো, সাদিয়া ইসলাম প্রভা, অপর্ণা, আলিফ প্রমুখ।

* দর্শকের গল্পে বিজয় দিবসের নাটকে মৌ
* নীল শাড়িতে মৌকে দেখে নিশোর দৌড়!
* কষ্ট ভোলার জন্য মদ্যপান করছেন মৌ!
* সাবিনা ও মৌ’র মেয়ের নাচ-গান
* অসম প্রেমে মৌ-নাঈম!

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।