ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সানি লিওনের ধারণায় মর্মাহত আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, জানুয়ারি ২৭, ২০১৬
সানি লিওনের ধারণায় মর্মাহত আমির আমির খান - সানি লিওন

সানি লিওন একসময় শুধুই বড়দের উপযোগী ছবিতে কাজ করতেন। এ কারণে বলিউডের অনেক অভিনেতাই তার নাম শুনলে নাক সিঁটকায়।

তাই প্রথম সারির কোনো তারকার সঙ্গেই পর্দায় দেখা যায়নি ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে।

সানির ইচ্ছা- আমির খানের সঙ্গে অভিনয় করা। কিন্তু তার ধারণা, অন্যদের মতো আমিরও নাক সিঁটকাবেন। তাই এক সাক্ষাৎকারে তাকে যখন প্রশ্ন করা হয়, বলিউডের এই সুপারস্টার আপনার সঙ্গে কাজ করবে? তার উত্তর ছিলো- ‘না। ’

এ সাক্ষাৎকার দেখে মর্মাহত হয়েছেন আমির! তিনি জানালেন, সানির সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা নেই। তবে চিত্রনাট্য মনের মতো হতে হবে। ৫০ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘সাক্ষাৎকারটি দেখে সত্যিই খারাপ লেগেছে। যদি ভালো চিত্রনাট্য আর সুন্দর চরিত্র হয়, ওর সঙ্গে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। ’

গত ২৫ জানুয়ারি নিজের অভিনীত ‘রঙ দে বাসন্তী’ ছবি মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন আমির। তিনি আরও বলেন, ‘সানির ব্যক্তিজীবন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। ও একজন নারী, ওকে আমি সম্মান করি। সত্যিই ওর সঙ্গে কাজ করতে চাই। আমার আশা, ওরই একই চাওয়া। ’

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।