ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সত্য সাহার জন্য শ্রদ্ধা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
সত্য সাহার জন্য শ্রদ্ধা সত্য সাহা

‘নীল আকাশের নিচে আমি’, ‘চেনা চেনা লাগে তবু অচেনা’, ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘আমার মন বলে তুমি আসবে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘তুমি কি দেখেছো কভু’, ‘ঐ দূর দূরান্তে’, ‘তোমারই পরশে জীবন আমার’, ‘মাগো মা ওগো মা’- এমন অনেক কালজয়ী গানের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক সত্য সাহা। বুধবার (২৭ জানুয়ারি) তার ১৭তম মৃত্যুবার্ষিকী।



সত্য সাহার সুযোগ্য পুত্র ইমন সাহা বুধবার সকালে ফেসবুকে বাবাকে নিয়ে লিখেছেন, ‘বড় একা একা লাগে, তুমি পাশে নেই বলে... ১৯৯৯ সালের এইদিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। ঈশ্বর তুমি আমার বাবার আত্মার মঙ্গল করো। ’

১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট জমিদার বংশে জন্মেছিলেন সত্য সাহা। ১৯৫৫ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ থেকে চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়েছিলো। এরপর তিনি সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভান্ডার। আজও তার সুরারোপিত গানগুলো দেশীয় সংগীতাঙ্গনে আলাদা মাত্রা ধরে রেখেছে।  

দীর্ঘ সংগীত জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মান পেয়েছেন সত্য সাহা। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সংগীত উৎসবে সম্মাননা স্মারক দেওয়া হয় তাকে।  তার জন্য রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা।

* ‘নীল আকাশের নিচে আমি’ গানের ভিডিও :


* ‘আমার মন বলে তুমি আসবে’ গানের ভিডিও : 


* ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’ গানের ভিডিও : 


বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।