ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইউরোপে যাচ্ছে ‘মাই বাইসাইকেল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ইউরোপে যাচ্ছে ‘মাই বাইসাইকেল’

ইউরোপের অন্যতম মযার্দাপূর্ণ চলচ্চিত্র উৎসব গোটেবার্গ ফিল্ম ফেস্টিভ্যাল। এর ৩৯তম আসরে এবার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’।

নিউ ভয়েস বিভাগে দেখানো হবে ছবিটি। সুইডেনের গোটেবার্গ শহরে উৎসবের বিভিন্ন ভেন্যুতে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ও ২ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির চারটি প্রদর্শনী থাকছে। এগুলোতে পরিচালক অং রাখাইন উপস্থিত থেকে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

এদিকে এর আগে ‘মাই বাইসাইকেল’ এস্তোনিয়ায় অনুষ্ঠিত তালিন ব্ল্যাক নাইট ফেস্টিভ্যাল’সহ কয়েকটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়। রাশিয়ায় অনুষ্ঠিত সিলভার আকবুজাত অ্যাথনিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে শ্রেষ্ঠ চিত্রনাট্যের সম্মান অর্জন করে। গত সপ্তাহে সর্বাধিক গুরুত্বপূর্ণ নৃ-তাত্ত্বিক চলচ্চিত্র উৎসব বলে স্বীকৃত ফিনল্যান্ডের স্কাবমোগাভেট ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাই বাইসাইকেল’ প্রদর্শিত হয়।

প্রথম চলচ্চিত্রে অং রাখাইন দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দৈনন্দিন জীবনের ভেতরের গল্পটিকে সহজ ভাষায় উপস্থাপন করেছেন নান্দনিক কাহিনি ও শৈল্পিক দৃশ্যের মাধ্যমে।

একটি সাইকেলকে কেন্দ্র করে অন্ত্যজ পাহাড়ি গ্রামের একটি পরিবার কীভাবে নিজেদের জীবন ও জীবিকা টিকিয়ে রেখেছে ‘মাই বাইসাইকেল’ তারই সরল বহিঃপ্রকাশ। নৃ-ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম ছবি এটি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।