ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঘর ভাঙছে আরবাজ-মালাইকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জানুয়ারি ৩০, ২০১৬
ঘর ভাঙছে আরবাজ-মালাইকার আরবাজ খান ও মালাইকা আরোরা খান

২০১৬ সালটি বলিউড তারকাদের জন্য একেবারেই ভালো নয়, এ কথা আবারও প্রমাণ হলো। কিছুদিন আগেই ১৫ বছরের সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা ফারহান আখতার ও অধুনা ভবানী।

এবার একই পথে হাঁটছেন সালমান খানের ভাই আরবাজ খান ও তার স্ত্রী মালাইকা আরোরা খান। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিভাবে কেউ কিছু জানাননি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন ব্যবসায়ীর সঙ্গে মালাইকার প্রেমের সম্পর্ক এই বিচ্ছেদের প্রধান কারণ। শোনা যাচ্ছে, খানদান পরিবার ছেড়ে ১৪ বছর বয়সী ছেলেকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী। মুম্বাইয়ের খের-এ ফ্ল্যাটও ভাড়া নিয়েছেন মালাইকা।

৪২ বছর বয়সী এই অভিনেত্রীর ম্যানেজার বলেছেন, ‘আমি যতোটুকু জানি, তারা একে অপরকে অনেক ভালোবসেন। এছাড়া বিচ্ছেদের প্রশ্নই আসে না। ’

অন্যদিকে, এই জুটি সনি টেলিভিশনের রিয়্যালেটি শো ‘পাওয়ার কাপল’ উপস্থাপন করছেন। এ কথাও সবাই জানেন। কিন্তু বেশ কয়েকটি পর্বে মালাইকার উপস্থিতি নেই। সেটের এক ঘনিষ্ঠসূত্র বলছে, ডিসেম্বরের দৃশ্যধারণের সময় থেকেই তারা আলাদা রুমে থাকছিলেন। কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলতেন না, এমন কি বিরতির সময় না।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।