ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার বাংলা খেয়াল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আবার বাংলা খেয়াল উৎসব

বাংলা খেয়াল সবার মধ্যে ছড়িয়ে দিতে আবার শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব-২০১৬’। চ্যানেল আইয়ের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি।

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হচ্ছে দু’দিনের এই আয়োজন।

উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে সংগীতজ্ঞ আজাদ রহমান বলেন, ‘এমন একটি উৎসবের আয়োজন করে চ্যানেল আই ইতিহাসের অংশ হয়ে থাকবে। ’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন সঙ্গীতগুরু ড. হারুন অর রশীদ, ড. আশিক রায়, অনিল কুমার সাহা, ডালিয়া নওশীন, সালাউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন, শাহীন সামাদ, ‘সেরাকণ্ঠ’র শিল্পী আলিফ লায়লা, ইউসুফ প্রমুখ।

উৎসবে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন সঙ্গীতগুরু আজাদ রহমান, ড. হারুন অর রশীদ, ড. আশিক রায়, অনিল কুমার সাহা, ডালিয়া নওশীন, করিম শাহাবুদ্দিন, সালাউদ্দিন আহমেদ, ড. লীনা তাপসী খান, ড. নাশিদ কামাল, ফেরদৌস আরা, শাহীন সামাদ, ফিরোজ খান, খায়রুল আনাম শাকিল, গাজী আব্দুল হাকিম, লিও জে বাড়েই, প্রিয়াংকা গোপ প্রমুখ।

আয়োজকরা জানান, রোববার সন্ধ্যায় শুরু হয়ে উৎসবটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। এ বছর উচ্চাঙ্গ সংগীতে চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব আজীবন সম্মাননা পাচ্ছে প্রতিষ্ঠান সংস্কৃতি কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।