ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিওর প্রথম জয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জানুয়ারি ৩১, ২০১৬
ডিক্যাপ্রিওর প্রথম জয়! এসএজি পুরস্কার হাতে লিওনার্ডো ডিক্যাপ্রিও

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে (এসএজি) প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতলেন হলিউড তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও। ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান উঠলো তার হাতে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের শ্রাইন মিলনায়তনে শনিবার (৩০ জানুয়ারি) এসএজি’র ২২তম আসরে তাকে সেরার স্বীকৃতি দেওয়া হলো।

অনুষ্ঠানে ডিক্যাপ্রিওর নাম ঘোষণা হতেই তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান তার ‘টাইটানিক’ ছবির সহশিল্পী কেট উইন্সলেট। দু’জনের বন্ধুত্ব অনেক বছরের।   হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর নাম বলার পরই দাঁড়িয়ে যান কেট। ডিক্যাপ্রিও মঞ্চে যাওয়ার আগে তার সঙ্গে আলিঙ্গন করেন ৪০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী।

পুরস্কার জিতে ডিক্যাপ্রিও জ্যেষ্ঠ তারকাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বললেন, ‘আমরা বড়দের কাঁধ ধরে চলি। তাই অনুপ্রেরণার জন্য এখানে উপস্থিত আমাদের আগের প্রজন্মের সব অভিনেতাকে ধন্যবাদ। ’

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে ১৯৯৭, ১৯৯৮, ২০০৫, ২০০৭ ও ২০১২ সালে মনোনয়ন পেয়েছিলেন ডিক্যাপ্রিও। কিন্তু প্রতিবারই তাকে হতাশ হতে হয়েছে। অবশেষে প্রথমবার তার মুখে দেখা গেলো বিজয়ের হাসি। চলতি মাসে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জিতেছেন তিনি। এবার ৪১ বছর বয়সী এই মার্কিন তারকার অস্কার খরাও কাটবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।