ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকার মঞ্চে মিশু চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ঢাকার মঞ্চে মিশু চৌধুরী মিশু চৌধুরী

ঢাকার জনপ্রিয় নাট্যদল দেশনাটকে ২০১৩ সাল থেকে যুক্ত আছেন প্রাক্তন নারী  ক্রিকেটার মিশু চৌধুরী। তবে দলের কোনো নাটকে এখনও অভিনয় করেননি তিনি।

এবার পেয়েছেন সেই সুযোগ।

‘সুরগাঁও’ নামের নতুন নাটকটি মঞ্চে আসছে আগামী ২৬ ফেব্রুয়ারি। লিখেছেন মাসুম রেজা, নির্দেশনায় নাসির উদ্দিন শেখ।

মিশু জানালেন, ছোটবেলা থেকেই মঞ্চে কাজ করেন তিনি। আগে ছিলেন বগুড়া থিয়েটারে। এ দলের অনেক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘কথা পুনর্বর্ধন’, ‘নূরলদীনের সারাজীবন’, ‘কৈবর্ত বিদ্রোহ’, ‘কোর্ট মার্শাল’ প্রভৃতি। ‘দেশনাটকের প্রযোজনায় অভিনয়ের সুযোগ পেয়ে আমি খুশি। ’

এদিকে বিটিভিতে পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) প্রচার হবে মিশুর নতুন একক নাটক ‘আদর’। এতে তার সহশিল্পী আরমান পারভেজ মুরাদ ও মোমেনা চৌধুরী। বিটিভিতে প্রতি বুধবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে মিশুর ধারাবাহিক নাটক ‘চিত্র বিচিত্র’। এতে তার সহশিল্পী আজিজুল হাকিম, সোহানা সাবা, তমালিকা কর্মকার ও মীর সাব্বির।

এ ছাড়া মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘নগর জোনাকি’ (বৈশাখী টিভি) ও বিবিসি প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’ (এটিএন বাংলা) ধারাবাহিক দুটিও চলছে মিশুর। আর এখন সব চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত ইট কলের চুলার বিজ্ঞাপনচিত্র।

মিশুর জন্য উচ্ছ্বাসের বিষয় হলো, বইমেলায় প্রকাশিত রাশেদ রেহমানের ‘আজিরন বেওয়া’ গ্রন্থের প্রচ্ছদে স্থান পেয়েছে তাকে নিয়ে আঁকা চিত্রকর্ম।

বাংলাদেশ সময় : ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।