ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘বিগ বস’-এ আবার সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
‘বিগ বস’-এ আবার সালমান সালমান খান

প্রতি বছর ভারতের কালারস টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ উপস্থাপনা করবেন কে, তা নিয়ে নানান জল্পনা চলে। শোনা যায় অনেকের কথা।

কিন্তু এবার জল্পনার শুরুর আগেই ঘোষণা করা হলো সালমান খানের নাম।

‘বিগ বস’-এর দশম মৌসুম সঞ্চালনার জন্য চুক্তিবদ্ধ হলেন বলিউডের এই সুপারস্টার। এর আগে আয়োজনটির ছয়টি আসর সাফল্যের সঙ্গে উপস্থাপনা করেছেন তিনি। ৫০ বছর বয়সী এই অভিনেতার জনপ্রিয়তার ওপর ভর করেই অন্য উচ্চতায় পৌঁছে গেছে অনুষ্ঠানটি।

জানা গেছে, ‘বিগ বস টেন’ হবে অন্যরকম। থাকবে চেনা-অচেনা মুখ। এবার তারকাদের পাশাপাশি সাধারণ ব্যক্তিরাও থাকবেন। এজন্য চ্যানেলটি মানুষকে নাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে। তাদের পাঠানো ভিডিও দেখে প্রতিযোগী নির্বাচন করা হবে।

সালমান খান এখন ব্যস্ত আলি আব্বাস জাফর পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুলতান’ ছবির কাজে। এতে তার সহশিল্পী আনুশকা শর্মা। এটি মুক্তি পাবে এ বছরের রোজার ঈদে।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।